লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কুড়িগ্রাম জেলায় রৌমারী ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসাবে চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে দক্ষিণ খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ শত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি রৌমারী ব্লাড ডোনেট সোসাইটি লিটন সরকার, সহ-সভাপতি রৌমারী ব্লাড ডোনেট সোসাইটি আনোয়ার হোসেন, সহ-সভাপতি রৌমারী ব্লাড ডোনেট সোসাইটি আব্দুল খালেক, সদস্য সোহেল রানা, সদস্য হাবিবুর রহমান, সদস্য সুজন আহমেদ, সদস্য হাবিব ওয়াহিদ প্রমুখ।