রৌমারী যাদুরচর অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে সাজেদা ফাউন্ডেশন
আব্দুল খালেক রৌমারী কুড়ি গ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারী উপজেলাতে শীতার্ত মানুষের কষ্ট লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ কম্বল বিতারন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সেই কর্মসূচির সঙ্গে একান্ত হয়ে সাজেদা ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যাবস্হাপনা কর্মসূচির উদ্যোগে ১৯ জানুয়ারি ২০২৩ইং তারিখে রোজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়নের১টি ওয়ার্ডের মোট ২০০ জন অতিদরিদ্র মানুষের মাঝে ১টি শীতবস্ত্র কম্বল বিতারন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরবেশ আলী চেয়ারম্যান ৫নং যাদুরচর ইউনিয়ন পরিষদ সাথে ছিলেন ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য গন সহ সংরক্ষিত মহিলা সদস্য যাদুরচর ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তি বর্গ এছাড়া উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যাবস্হাপনা কর্মসূচির উওর অঞ্চলের টীম লীও তৌহিদুর রহমান এবং রৌমারী শাখায় পোগ্রাম অফিসার ( মানসিক স্বাস্থ্য) রুবেল মিয়া ও নাজমুল হকএসিস্ট্যান্ট ফিন্যান্স এন্ড একাউন্ট। শীতার্ত অপকার ভোগিদের কথা এই প্রথম রৌমারী সাজেদা ফাউন্ডেশনের এই ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মতো অসহায় গরীব দুখী মানুষের পাশে কম্বল বিতারন করছেন এবং আশা রাখী সামনেএগিয়া আসবেন সেই কারণে আমরা ৫নং বাসী আনন্দ মন ভরে উঠেছে। আমাদের পক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানাইছি।