হেলাল হোসেন কবির : লালমনিরহাটে দৃশ্যপটের ওপারের সমাজকর্মী সংগ্রামী এবং শিক্ষানুরাগী বাপ্পী খন্দকার-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাটের সোনালী পার্কস্থ মীর লাইব্রেরি হলে বাপ্পী’র সুহৃদ শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জাকিউল ইসলাম ফারুকী-এঁর সভাপতিত্বে দীপক রায়, মুনিম হোসেন প্রতীক-এর সঞ্চালনা এবং যোগাযোগ সমন্বয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লিয়াকত আলী খন্দকার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের লালমনিরহাট ইউনিট লাইব্রেরি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন, দীপক মন্ডল, প্রথম আলোর প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, কাব্য রাসেল, রহিম খান বাবু, তহমিনা বেগম ইলা, বাপ্পী খন্দকারের সহধর্মিণী ইউনিসেফ এডুকেশন প্রকল্পের পরামর্শক ড. জোহরা খাতুন, অ্যাড. হাফিজুর রহমান হাফিজ, দেলোয়ার হোসেন রংপুরী, কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির, শিক্ষক মাহমুদুল ইসলাম, সূফী মোহাম্মদ, আব্দুল মজিদ প্রমুখ। এ সময় প্রয়াতের বন্ধু, অনুরাগী উপস্থিত ছিলেন।