হেলাল হোসেন কবির: লালমনিরহাটে মারেয়ার নেতৃত্বে সাগাইদের নিয়ে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট শ্রী গৌরি শংকর গোশালা সোসাইটিতে মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা’ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ক্ষত্রিয় জেলা সমিতির আয়োজনে ক্ষত্রিয় সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান হয়।
উক্ত সম্মেলনে মারেয়া ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হীরালাল রায়। প্রধান সাগাই ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
বিশেষ সাগাই ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের কাউন্সিল শ্রী হারাধন রায়(হারা), বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. শ্রী ধীরেন্দ্র নাথ রায়।
উক্ত সম্মেলনে বিভিন্ন সাগাইগন বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শ্রী অরুণ কুমার রায়কে সভাপতি ও
পরেশ চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির লালমনিরহাট জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।