হেলাল হোসেন কবির:আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ এলাকায় আমিনুল ইসলামের চাতালে কৃষকদের সাথে মিরাকেল গ্রোথ সারের বিষয়ে স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সভাপতিত্ব করেন মিরাকেল গ্রোথ সারের লালমনিরহাট জেলা ডিলার আলহাজ্ব আমিনুল ইসলাম মন্ডল। উক্ত প্রোগ্রাম পরিচালনা করেন লুমিনাস গ্লোবলের সম্মানিত এডভাইজার ও সিইও মিরাকেল গ্রোথ মোঃ আলাউদ্দিন।
তিনি আলোচনা করেন মিরাকেল গ্রোথ সার জমিতে প্রোগের বিষয়ে নানান দিকের কথা। এই সার জমিকে উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এবং দারুণ ফসল উৎপাদন হবে।
বক্তব্য রাখেন লুমিনাস ওয়ার্ল্ড লিঃ এর ইডি আর এম রাসেল, মোঃ রইসুল ইসলাম। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছামাদ মন্ডল, পল্লী চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম মন্ডল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সাদ্দামসহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।