ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এর উত্তর কোদালকাটি গ্রামের হত দরিদ্র আয়শা বেগম।
তিনি বলেন, না খেয়ে থেকেও যদি শান্তিতে ঘুমাতে পারতাম, তাহলে কতই না শান্তি পেতাম। ছোট্ট একটি কুড়ে ঘর, বাতাসে নড়ে বৃষ্টি এলেই ঝর ঝর করে পানি পরে। সারারাত ঘরের কোনে বসে রাত কাটাতে হয়।
কেউ যদি আমার ঘরের ব্যবস্থা করে দিতো, তার জন্য আল্লাহর কাছে দু- হাত তুলে দোয়া করতাম।
এই বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মাষ্টার ভলান্টিয়ার নিউজ ২৪ ডটকম কে বলেন, সরকারি সহযোগিতা হউক আর কোন দয়াবান ব্যক্তির সহযোগিতায় হোক একটি থাকার মতো ঘরের ব্যবস্থা হলেই যথেষ্ট।