মোঃ শাকিল খাঁন স্টাব রিপোর্ট (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—বেলকুচির তালুকদার সেটুয়ানা গ্রামের আব্দুল জব্বারের ছেলে হোসেন আলী ও তার স্ত্রী চর গোপালপুর গ্রামের মৃত নেজমত প্রামাণিকের মেয়ে কারিমা আক্তার। জানা যায়, শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ১১টায় শাহজাদপুর থানার উপ পরিদর্শক গোপাল চন্দ্র মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের তালতলা গ্রামে আনোয়ারা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া হোসেন আলীর ঘর তল্লাশি চালিয়ে ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ইয়াবা বিক্রি দায়ে স্ত্রী কারিমা আক্তার ও স্বামী আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি কারিমাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ২০২০ সালে আশুলিয়ায় গার্মেন্টস এ কাজ করার জন্য যায়। সেখানে মাদক কারবারীদের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে ২০২৩ সালের জানুয়ারি মাসে গার্মেন্টস এর চাকুরি ছেড়ে দিয়ে সে নিজ এলাকা ছেড়ে শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাস শুরু এবং গাজীপুর থেকে জনৈক এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে এসে অত্র এলাকায় বিক্রি করে থাকে। তিনি আরও বলেন, মুলত ইয়াবা ব্যাবসা করার জন্যই তারা নিজ এলাকা ছেড়ে শাহজাদপুরে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। তারা স্বামী-স্ত্রী এ পর্যন্ত মোট ৭/৮টি চালান নিয়ে এসে বিক্রি করার কথা স্বীকার করেছে। তারা প্রতি চালানে ৮০০/১০০০ পিস ইয়াবা আনত। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়েরের পর শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়েছে।