সাইফুল ইসলাম ময়মনসিংহ, ভালুকা: সোমবার বিকেলে ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় , আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী , বক্তব্য রাখেন স্থানীয় সংসদ আহলাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাক্তার মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ,মহিলা ভাইস চেয়ারম্যান ড, সেলিনা রশিদ প্রমুখ,।এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ, স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।