আওয়ামী লীগ সরকারের অধীনে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যাবে না বিএনপি, নির্বাচন হতেও দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি জানান, দেশের মানুষ প্রহসনের নির্বাচন মেনে নিবে না।
সোমবার দুপুরে স্থানীয় টাউন হলে ৯ বছর পর সৈয়দপুর দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, চুরি আর পাচার ছাড়া কিছুই করছে না বর্তমান সরকার। দ্রব্যমূল্যের কারণে মানুষ খেতে পারছে না। ১০ টাকার চাল এখন ৮০ টাকা। আদানি গ্রুপের বিদ্যুৎ আনছে। ৮ টাকার বিদ্যুৎ এখন ১৬ টাকা হবে।
তিনি আরও বলেন, ভণ্ডামির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লীগ ভিন্নভাবে বাকশাল কায়েম করছে।
৭২ সালে নিজেদের করা সংবিধান কেটে-ছেঁটে নিজেদের মতো করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন করে আগের মতো দেশ গড়তে তারেক রহমানের নির্দেশে রাজপথের আন্দোলনের মাধ্যমে টেকব্যাক বাংলাদেশ শ্লোগান তুলতে হবে।
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আওয়ামী লীগ ৭৩ দিন হরতাল করে তত্বাবধায়ক সরকার এনেছিল। প্রথমে রাজি না হলেও মানুষের দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। ৪ বার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এখন তারা আর ভোটে জিতবে না বলে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছেন।
সৈয়দপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম।
/নীলফামারী প্রতিনিধি
Hlw