নিজাম উদ্দিন তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার, স্থির ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তৈয়বুর রহমান মাষ্টারের সভাপতিত্ব আলোচনা সভায় স্থির ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। ১৯৮১ সালের ১৬-১৮ ফেব্রুয়ারঅনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে ১৮ মে শেখ হাসিনা যান ৩২ নং বাড়িতে । তবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন। প্রত্যাবর্তনের মাধ্যমে দেশ এক নতুন বাংলাদেশের রুপ নিয়েছেন। শেখ হাসিরার হাত ধরেই আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ।
ঐতিহাসিক স্বদেস প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা,স্থির ও প্রমান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমূখ।