শোক_সংবাদ শোক_সংবাদ শোক_সংবাদ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:আরিফুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক মান্যবর চেয়ারম্যান, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক, কানযুল ঈমানের সফল অনুবাদক, বিশিষ্ট লেখক ও গবেষক, দেশবরেণ্য আলেমেদ্বীন, অসংখ্য গ্রন্থ প্রনেতা ও অনুবাদ হযরতুলহাজ্ব আল্লামা এম এ মান্নান ছাহেব এর সম্মানিত #পিতা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের ইসালে সাওয়াবের উদ্দেশ্য কুরআন খানি, দোয়া-দরুদ, খতমে গাউসিয়া শরিফ, খতমে তাহলিল ও মিলাদ- কিয়াম ইত্যাদির মাধ্যমে মরহুমের মাগফিরাত ও রফয়ে দরজাত কামনা করে দোয়া মুনাজাত করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মকাম দান করুন।।।।
মাগফিরাত ও রফয়ে দরজাত কামনায়ঃ
প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী