হেলাল হোসেন কবির: লালমনিরহাটে শ্রবণ প্রতিবন্ধীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি সহ:অধ্যাপক শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে শতাধিক শ্রবণ প্রতিবন্ধীদের সাথে ইফতার, ও রিক্সা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়।
খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল, পৌর যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম হিরা, সদর যুবলীগের প্রচার সম্পাদক রানা।
এ সময় শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহসভাপতি আশরাফুল রহমান সেলিম, সদর যুবলীগের সহসভাপতি লিয়ন দুলাল, পৌর যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নয়ন, যুবলীগ নেতা জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।