মোঃ সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ প্রতিনিধি:গত ২০ মে ২০২৩ খ্রিঃ অত্যন্ত উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ । নিরাপত্তা বেষ্টিত শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে সকাল হতেই জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতা, কর্মী ও সমর্থক সহ অসংখ্য উৎসুক সাধারণ জনগণ । প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছেয়ে যায় গোটা এলাকা ।
উক্ত সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন । ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন । সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু ।
এছাড়াও সাবেক জেলা পরিষদ সদস্য মনির হোসেন মিটুল, পাটাভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ডালু সহ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন কে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় । সম্মেলন শেষে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে আনন্দ উল্লাস করতে দেখা গেছে এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি ।