এম জালাল উদ্দীন
“সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন” প্রতিপাদ্যকের আলোকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে পাইকগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে কৃষি বিভাগের সেবামূলক কার্যক্রমের উপর প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায় ও সহকারী সমবায় কর্মকর্তা জাকারিয়া।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বিশেষ সেবা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।