সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রতিনিধি:শ্যামনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষা অফিসের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রমুখ। সভায়, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ে গুরুত্ব দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত করা সহ জাতীয় শিক্ষা সপ্তাহ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।