মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশাল হচ্ছে নদীমাতৃক অঞ্চল ।
এই জেলাটিতে প্রতিবছর কৃষি আবাদি জমি থেকে শুরু করে ঘরবাড়ি, মসজিদ,মাদ্রাসা এবং বিদ্যালয় সহ পৈত্রিক জায়গা জমি ও অনেক কিছু নদীগর্বে বিলীন হয়ে যায় ।
ঠিক তেমনি তেতুলিয়া নদীর ভাঙ্গন থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে সাদেকপুর, রুকুনদি ও সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় রক্ষায় “জিও ব্যাগ ডাম্পিং” করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল -০৪ আসেনর স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ । এ সময় তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্থ রাখলে বাংলাদেশ একটি নতুন রূপ পাবে ।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও মসজিদের ইমাম ।
উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুমন ফারাজি, রুহুল আমিন পলাশ, আলী আব্দুল দোলন , শাজাহান হোসেন সোহেল মোল্লা এবং উল্লেখযোগ্য আরো অনেকে ।
আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী (মনির) চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাহাউদ্দিন ঢালী এবং আরো অনেকে এবং স্থানীয় জনসাধারণ ।