মো: শাকিল খাঁন,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ঘাটিনা এলাকায় আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে কৃষকদের ধান কেটে বাড়ীতে পৌঁছে দেওয়ার কর্মসূচির আওতায় মোঃ জহুরুল ইসলাম একজন অসহায় কৃষকের ধান কেটে
দিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
কৃষকের ধান কাটার সময় পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশনা দিলেন এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখতে।
অসহায় কৃষক মোঃ জহুরুল ইসলাম এর ধান কাটার সময় আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, উল্লাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কৃষক লীগের সাধারন সম্পাদক শফিউল আলম স্বপন, এমপি তানভীর ইমাম এর একান্ত সচিব মীর উজ্জল হোসেন প্রমুখ।