শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে পালিত হচ্ছে পাঁচদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৬৫ বার পঠিত:

 

মোঃ সাইফুল ইসলাম (মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন রোধকল্পে মুন্সিগঞ্জের সিরাজদিখানে “বৃক্ষরোপণ করি, সবুজে সবুজে সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে পালিত হচ্ছে পাঁচদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৩।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার উপজেলার রক্ষিতপাড়া গ্রামের কোলা ইউনিয়ন ঈদগাহ ময়দান ও তৎসংলগ্ন এলাকা,পূর্বকোলা কবরস্থান, কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান সহ আশে পাশের স্থান সমূহে কৃষ্ণচূড়া, হরতকি,অর্জুন ও নিমের চারা রোপন করেন সংগঠনটির একাধিক সদস্যবৃন্দ । এ সময় কোলা ইউনিয়ন ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন লস্কর ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ।

কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শনিবার মালিবাগান হতে মণিপাড়া পর্যন্ত নবনির্মিত রাস্তার দুই পাশে মেহগনি, অর্জুন, হরতকি,নিম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে । বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শাকিল বেপারী, রবিন শেখ, সিফাত খান, মোঃ আশিক,রমজান হোসেন,সুমন গাজী, মোঃ সেলিম, শান্ত, সাগর সহ প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র আরো স্বেচ্ছাসেবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় অংশগ্রহণ করেন ।

বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩ এর ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ আল-আমিন’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনগণের উপকারে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে বৃক্ষরোপণ রোপন করা হয়েছে । দেশ ও জনসেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com