শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

“সিরাজদিখানে ফকির লালন সাঁইজির ২৪৯ তম আবির্ভাব বার্ষিকী উদযাপন”

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৭১ বার পঠিত:

মোঃ সাইফুল ইসলাম (মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)

গত শনিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে অবস্থিত এম জে হলিডে রিসোর্টে ফকির লালন শাহ এর ২৪৯ তম আবির্ভাব বার্ষিকী উদযাপিত হয়েছে । তিনদিনব্যাপী এই উৎসব আয়োজনের কাল ছিল শেষ দিন । জানা যায়, “ধন্য ধন্য বলি তারে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ১ জুন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লালন বিশ্বসংঘ ও ভারত সরকারের আয়োজনে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় লালন শাহের আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুই বাংলার বাউলদের অংশগ্রহণে তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব – ২০২৩ এর শুভ উদ্বোধন হয় ।

জাতীয় নাট্যশালায় ১ – ২ জুন দু’দিনের সংগীত উৎসব আয়োজন শেষে, ৩ জুন ২০২৩ শনিবার সিরাজদিখানের এম. জে হলিডে রিসোর্টের প্রাচীন ভবন ও মন্দির প্রাঙ্গণে মনোমুগ্ধকর প্রাকৃতিক আবহে দুই বাংলার অংশগ্রহণকারী প্রধান বাউল শিল্পীবৃন্দ সমাপনী সংগীত উৎসব আয়োজনে অংশ নেন । সংগীতায়োজন সন্ধ্যা ৭ ঘটিকা হতে শুরু হয়ে রাতভর চলে ।

উক্ত আয়োজনে দুই বাংলার অংশগ্রহণকারী প্রধান বাউল শিল্পবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাউল সুনীল কর্মকার, শফি মন্ডল, টুনটুন ফকির, রিনা দাস, পারুল বালা, হারুন ফকির, রেখা সুফিয়ানা, আমানত ফকির ও আরজু শাহ প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন আরোও সহ শিল্পী ও যন্ত্র বাদকগণ । তাদের সুললিত কন্ঠ ও যন্ত্রের অপরূপ সংমিশ্রণে পরিবেশিত হয় লালন সাঁইজির কালাম সহ গোষ্ঠলীলা, কৃষ্ণলীলা, নিমাইলীলা, গৌরলীলা ও নিমাইলীলা সহ বিভিন্ন লীলা কীর্তন । সুরের মূর্ছনায় অভিভূত হন স্থানীয় লোকজন সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে আগত লালন ভক্তবৃন্দ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগীতায়োজন উপভোগ করেছেন সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাজুল ইসলাম পিন্টু, উপজেলা ও ইউনিয়ন সমূহের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, মানবাধিকার কর্মী,সাংবাদিক সহ নানা শ্রেণিপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com