বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশিষ্ট শিল্পপতি নজরুল মন্ডল এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন রৌমারীতে রিদ্র শিক্ষার্থীর পাশে রৌমারী শুভসংঘ কুষ্টিয়ায় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নেই কোন তৎপরতা, নেশায় ডুবে কলুষিত জেলা ছাত্রদল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি রৌমারীতে জমি জবর দখলের চেষ্ঠা থানায় অভিযোগ “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার কমিটি গঠন” মূল ঠিকাদারকে বাইরে রেখে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে সাব লীজ প্রদান মেহেরপুর পৌরসভার গোড়পুকুর উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি সাংবাদিক রতনের পিতার ইন্তেকাল লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স-এর শুভ উদ্বোধন যথাযোগ্য মর্যাদায় শার্শায় বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্ম বার্ষিকী উদযাপণ

সেই প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪ বার পঠিত:

 

হেলাল হোসেন কবির : নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেই প্রধান শিক্ষক এর বিষয়ে তদন্তে নেমেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোহার বেঞ্চ ও চেয়ারসহ মূল্যবান আসবাবপত্র গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ। গত ১৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে বিকেলে সিট ব্রেঞ্চ, টিন এবং সিলিং ফ্যান বিক্রি করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয় ।

এমনকি বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি টাকা নিজের মোবাইলে নেওয়াসহ আর বেশ কিছু অভিযোগ উঠেছে।

এসব বিষয় গত ৮ জানুয়ারি লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর লেখিত আবেদন করেন চর খাটামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ সদস্য।

এই লেখিত আবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১৩ ফেব্রুয়ারি এক তদন্ত কমিটি গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

আজ ১৯ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার সময় সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে উপস্থিত লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তাজুল ইসলাম মন্ডল বিদ্যালয়ে অভিযোগের ব্যাপারে তদন্ত চলমান রেখেছেন।

তিনি সাংবাদিকদের বলেন তদন্ত চলমান রেখেছি, অভিযোগকারির বাহিরে তিনজনের কথা শুনেছি, যদি তদন্তের স্বার্থে সময় লাগে আলোচনা করে এক দুদিন বাড়ে নেওয়া হবে, তদন্ত শেষে সবকিছু পরিস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com