হাফিজুর রহমান শাহীন
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় হেক্স/ইপার এর অর্থায়নে মঙ্গলবার শীতার্ত জনগণের মাঝে ৩০০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল সমূহ জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে ৩০০টি, সাহেবের আলগা ইউনিয়নে ৩০০টি, বেগমগঞ্জ ইউনিয়নে ৩০০টি, বজরা ইউনিয়নে ৫০০টি, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে ৪০০টি, কচাকাটা ইউনিয়নে ৩০০টি এবং কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ৪৫০টি শীতার্ত দরিদ্র জনগণের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের ব্যবস্থাপনায় কুড়িগ্রামে শীতার্ত হিজরাদের মাঝে ৫০টি এবং জেলা প্রশাসক, কুড়িগ্রাম মহোদয়ের ব্যবস্থাপনায় ৪০০টি কম্বল শীতার্ত জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে এমজেএসকেএস সার্বিক সহযোগিতা প্রদান করেছে। উক্ত কম্বল সমূহ বিতরণের অগ্রাধিকার তালিকায় দরিদ্র, হতদরিদ্র, দিনমুজুর, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, সংখ্যালঘু প্রান্তিক নারী, হিজরা সম্প্রদায়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উলিপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব শোভন রাংসা, কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব দিপু রায়, নাগেশ্বরী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনাব হাবিবুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, হেক্স/ইপার এর প্রতিনিধি জনাব পাপন কুমার সরকার, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর উপ-পরিচালক জনাব শ্যামল চন্দ্র সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।