আরিফুল হক সৈয়দপুর উপজেলা প্রতিনিধি:সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার কদমতলী নামক এক জায়গা যার একদিকে কিশোরগঞ্জের সীমানা আর এক দিকে সৈয়দপুর এর সীমানা, সেখানে প্রতিনিয়ত সকাল থেকে মধ্যরাত অবধি চলে অনলাইন জুয়ার জমজমাট আসর। সন্ধার পর বসে জমজমাট আসর। স্থানীয় ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় এক প্রভাবশালীর মদদে এসব অনৈতিক কাজ চলছে এর সংশ্লিষ্ট পার্শবর্তী কিশোরগঞ্জ থানার সীমানার স্বপন নামক হিন্দু ছেলে, সৈয়দপুর উপজেলার সীমানার মাসুম পিতা খেজের, রশীদুল পিতাঃ বাবুল সহ আরও অজস্র ছেলে এই অবৈধ খেলার সাথে যুক্ত। এ বিষয়ে সৈয়দপুর থানার এস আই মোকলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে তারাতারি ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।