মোঃ শাকিল খাঁন,স্টাফ রিপোটার:
১৪ জুন থেকে ১৭ জুন,
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর র্যালির শুভ উদ্বোধন এবং র্যালিতে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব “মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ” স্যার সহ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল, সিভিল,কম্পিউটার, আর এসি, মেকানিক্যাল, ও পাওয়া ডিপার্টমেন্টের
সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
একটাই স্লোগান ছিল
“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ
শেখ হাসিনার বাংলাদেশ”
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩
” চতুর্থ শিল্প বিপ্লব- প্রেক্ষিত বাংলাদেশ” বিষয়ক
“সেমিনার”
শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ও মত বিনিম (নলেজ শেয়ারিং) সভা।
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন – প্রকৌশলী মোঃ আককাস আলী সেখ
অধ্যক্ষ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়”
উক্ত সেমিনারে ভার্চুয়ালি(Zoom জুম অ্যাপ ) এর মাধ্যমে অংশগ্রহণ করেন
“জনাব মোছাঃ ফুয়ারা খাতুন,
সিনিয়র সহকারী সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়”।
সেমিনারে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রধানগণ।
শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ “জব ফেয়ার” এ জব ফেয়ার
অংশগ্রহণ করে ফরিদপুর পলিটেকনিক এর
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, মেকানিকাল ডিপার্টমেন্ট ছাএ-ছাএীরা ….
এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
থেকে পাসকৃত শিক্ষার্থীদের চাকরি প্রদানের উদ্দেশ্যে CV(curriculum Vita) গ্রহণ করেন।
নানা আয়োজনে সার্বিক ভাবে বলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার স্কাউট সদস্যরা,,,
এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে কারিগরি ও বৃওিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং এর সমাপ্ত করা হয়।