এম এখলাছুর রহমান সিরাজী, মাধবপুর প্রতিনিধি, হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুরে থামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “তামাক নয়, খাদ্য ফলান”-এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ, আবাসিক মেডিকেল অফিসার (আরএম ও) মোঃ আবুল হাসনাত, বিআরডিবি অফিসার মোহাম্মদ ফয়সাল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় তামাকের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। মাধবপুর উপজেলা প্রশাসন এলাকাকে তামাকমুক্ত ঘোষণা করা হোক এই মর্মে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান জয়।