এম এখলাছুর রহমান সিরাজী
মাধবপুর উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ)
গতকাল ২৫/০৭/২৩ গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার আয়োজনে বাদ আছর-পবিত্র আহলে বাইত শোহাদায়ে কারবালা স্বরণে মাধবপুর উপজেলা জামে মসজিদে বিশেষ সেমিনার অনুষ্ঠিত ।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম এখলাছুর রহমান সিরাজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক হুমায়ুন কবির। প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ক্বারী মাওলানা মিজানুর রহমান আজিজী, তিনি শোহাদায়ে কারবালা স্বরণে বলেন ইমাম হোসাইন (রা) ও আহলে বাইতের ৭২ জন সদস্য কারবালার ময়দানে রক্ত দিয়ে ইসলাম জিন্দা করছে, উনি ভন্ড, প্রতারক, কাফের ইজিদের কাছে মাথা নত করেনি।
তাই আসুন ইমাম হোসেনের ত্যাগকে শক্তিতে পরিণত করে শাশ্বত ইসলাম নিজের মধ্যে প্রতিষ্ঠা করি। সেসিনারে আরো উপস্থিত ছিলেন প্রভাষক শাফায়েত আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, কারী মাযহারুল ইসলাম, কাজী জয়নাল, ক্বারী জুবায়ের আহমেদ আপু,ইঞ্জিনিয়ার শামীম আহমেদ সহ প্রমুখ।
পরিশেষে মাওলানা আবুল হাসান মিধা শোহাদায়ে কারবালা ও দেশ -জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন।