এম এখলাছুর রহমান সিরাজী,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলে উদ্যোগে আগামী একুশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এক দফা দাবি ও ভৈরব বাস স্ট্যান্ড হতে সিলেট পর্যন্ত রোডমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির খাঁন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিক,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মহাসিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হবিগঞ্জ জেলা যুবদলের- আহবায়ক জালাল আহমেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল,যুগ্ম আহবায়ক
কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটু,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক।
সভায় আরো বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক,যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মোর্শেদ,যুগ্ম আহ্বায়ক নজরুল গাজী, যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া(মেম্বার), যুগ্ম আহ্বায়ক এম এখলাছুর রহমান সিরাজী,যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য কাউছার আহমেদ।পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন সহ প্রমুখ।