এম এখলাছুর রহমান সিরাজী,মাধবপুর উপজেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অপহরের শিকার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সিলেট জাফলং থেকে উদ্ধার করেছে পুলিশ অপহরণ কারী নাজমুস সাকিব কে আটক করে।তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর আজ শুক্রবার বিকালে ৫ঘটিকায় মাধবপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন জাফলং থেকে স্কুল ছাত্রী উদ্ধার করে। মামলার বিবরণে জানা যায় আন্দিউড়া গ্রামের সৌদি প্রবাসী আবদুল কুদ্দুসের মেয়ে ওই স্কুলছাত্রী ১৪ ই মে রবিবার স্কুলে যাবার সময় ঢাকা সিলেট হাইওয়ে পৌঁছামাত্র সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামী নাজমুস সাকিব দুই সহযোগীর সহায়তায় স্কুল ছাত্রী কে জোরপূর্বক সি এন জিতে তোলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে মেয়ের মা সানজিদা পারভীন ১৬মে নাজমুস সাকিব সহ ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেন । সানজিদা খাতুন জানান গত রমজানে একটি কুরআন শিক্ষা কেন্দ্রে নাজমুস সাকিব দায়িত্বে ছিলেন ওই কেন্দ্রে তার মেয়ে কোরআন শিক্ষার জন্য যাতায়াতের ফাঁকে আমার মেয়েকে কুপ্রস্তাব দিত এবং হয়রানি করত। আসামি নাজমুস সাকিব মাধবপুর বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবদুর রউফ। এস আই হুমায়ুন কবির জানাই তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর স্থান শনাক্তের পর জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় অপহরণকারীকে আটক ও স্কুল ছাত্রী কে উদ্ধার করা হয়।
আগামীকাল ছাত্রীকে মেডিকেল টেস্ট করা হবে।