রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৫ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪১ বার পঠিত:

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে মানবদেহ ও পরিবেশের ক্ষতি করায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান চালিয়ে পাঁচটি পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার কাঁঠালবাড়ি সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ১শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।

এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com