উবাচ মারমা,বান্দরআান প্রতিনিধি:মাননীয় পুলিশ সুপার জনাব, মীর আবু তৌহিদ, বিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ শফিউল আজম,এবং পুলিশ পরিদর্শক তদন্ত ইশতিয়াক আহমেদ এর নেতৃত্ব এএসআই/কিংকর চন্দ্র দাস এর সার্বিক প্রচেষ্টায় জিডি মুলে হারিয়ে যাওয়া একটি এন্ড্রোয়েড স্মার্ট ফোন REDMI 10c বান্দরবান জেলার সদর থানার রাজবিলা নিচের পাড়া এলাকা হইতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।