লাইভ প্রতিবেদক: একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হেনা ফাউন্ডেশন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনা, সম-অধিকার সমমর্যাদার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সামাজিক দায়বদ্ধতা পূরণে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার লক্ষ্যে ‘হেনা ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু হয়েছে।
বুধবার (২১ শে জুন) সন্ধ্যায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময়, সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ী বিশ্বের চতুর্থ ক্ষুদে বিজ্ঞানী জয় বড়ুয়া লাভলু কে সভাপতি, ডিপ্লোমা প্রকৌশলী তারেক হোসেন কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।