বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
খোকন সেরনিয়াবাত এর নৌকা মার্কার প্রচারণায় চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ “মুন্সিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরেছে একটু হলেও স্বস্তি” রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা পাইকগাছার চাঁদখালীতে প্রায় ১ যুগ ধরে অবহেলিত রাস্তার উদ্বোধনে ; স্বস্তি ফিরেছে এলাকায় রৌমারীতে ৬নং চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে সংখ্যালঘুর বসতঘর ভাংচুর লুটপাট ও দখল, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত পাইকগাছায় পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলায় গ্রেফতার – ৭

হেলস-রাদারফোর্ডে শীর্ষে ডেজার্ট ভাইপার্স

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পঠিত:

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ডেজার্ট ভাইপার্স। কিন্তু গালফ জায়ান্টসের কাছে হেরে জয়রথ থামে তাদের। কিন্তু পঞ্চম ম্যাচে এসে আবারও জয় তুলে নিলো দলটি। এবার তারা এমআই এমিরেটসকে ৭ উইকেটে হারিয়ে আবারও জয়ে ফিরলো।

বুধবার (২৫ জানুয়ারি) আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল এমিরেটস। এরপর নিকোলাস পুরান ও অধিনায়ক কিয়েরন পোলার্ডের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছিল এমিরেটস।

পুরান ৪৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৫৭ রানে আউট হন। তবে পোলার্ড ৩৯ বলে ১ চার ও ৬ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন। ডেজার্টের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন টম কারান।

জবাবে রান তাড়া করতে নেমে দারুণ ধারাবাহিকতা ধরে রেখে আবারও জ্বলে ওঠেন অ্যালেক্স হেলস। পঞ্চাশের নিচে থামেননি এবারও। ৩৮ বলে টানা পঞ্চম ফিফটি হাঁকান ইংলিশ ব্যাটসম্যান। তার অপরাজিত ইনিংসে ২১ বল হাতে রেখে ৩ উইকেটে ১৭০ রান করে জয় ছিনিয়ে নিয়েছে ডেজার্ট।

২ রানে প্রথম উইকেট হারানো ডেজার্টকে শক্ত অবস্থানে নিতে হেলসের সঙ্গে কলিন মুনরো ৭২ রানের জুটি গড়েন। তাকে ৪১ রানে ফেরানোর ওভারেই স্যাম বিলিংসকে (১) মাঠ ছাড়া করেন স্যামিট প্যাটেল। এরপর আর পেছন ফিরতে হয়নি ডেজার্টকে।

শেরফানে রাদারফোর্ড হেলসের চেয়ে আগ্রাসী ছিলেন। উইন্ডিজ ব্যাটসম্যান ২৬ বলে তিনটি করে চার-ছয়ে হাফ সেঞ্চুরি করেন। দুজনের ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারে জয় তুলে নেয় ডেজার্ট। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন হেলস। ২৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা রাদারফোর্ড।

এই জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো ডেজার্ট। সমান পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে গালফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com