রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবাবি -কে আটক করে র্যাব-১৪। ১০ মে ২০২৩ ইং তারিখ বিকাল ৩:৩০ মিনিটে গ্রেফতার করা হয়। ১৯০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সহ মাদক কারবারি পিতা: মোঃ আঃ বারেক, গ্রাম: কাজাই কাটা, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম মোঃ রফিকুল ইসলাম (৫০) গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন দূর্গম সীমান্তবর্তী এলাকায় অভিযানটি পরিচালনা করে।
র্যাব-১৪ প্রেস ব্রিফিংয়ে জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে । আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।