।।মোঃকায়সার রশীদ।।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ২০ কেজি গাঁজা সহ দুই মাদক নারী ব্যাবসায়ীকে আটক করেছে, ফুলপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ঢাকা থেকে আগত ঝিনাইগাতী গামী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক নারী ব্যাবসয়ীকে আটক করে।
আটক কৃতরা, শেরপুর জেলার নকলা উপজেলার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা (২৭) ও ঠাকুরগাও জেলার সদর উপজেলার বৈগুন্তপুর গ্রামের শামসুদ্দিন এর মেয়ে সোনালী আক্তার (২৫)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের শেষে ময়মনসিংহ আদালতে সোপর্দ কর হয়ছে।