রাজিবপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, বর্নাঢ্য শোভাযাত্রা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য ভাবে পালিত হলেও আওয়ামী লীগের মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে । একটি পক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার কার্যালয়ে দিবসটি পালন করলেও আরেকটি পক্ষ আলাদাভাবে পালন করেছে ।
একটি পক্ষে উপস্থিতিতে দেখা গেছে, রাজিবপুর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী, যুবলীগের সভাপতি আজিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আতিয়া রহমান সোহাগ , ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম বিজয়।