হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে আজমঙ্গলবার সকাল ১১টায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা বা সেবা নিতে আসা ০দিন থেকে ১ বছরের ৫০ জন নবজাতক শিশুদের মাঝে গ্যাটসবি অয়ারের সহোযোগিতায় ১ টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে ।অরণ্যের সহ সাধারন সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে, কোষাধ্যক্ষ জামিউল ইসলামের সঞ্চালনায়, গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আবিদ বিন হুসাইন , এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক তৈয়বুর রহমান , উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার , গ্রীন ভয়েস এর উপদেষ্টা রফিকুল ইসলাম আনছারী, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান খোরশেদ আলম , অরণ্যের উপদেষ্টা নুর আমিন প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ প্রাকৃতিক ভাবে আমাদের নির্মল অক্সিজেন প্রদান করে ও বৃক্ষ আজীবন নিঃস্বার্থভাবে পৃথিবীবাসীর অক্সিজেন সরবরাহ করে থাকে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো তার প্রতি আমাদের দায়িত্ব হলো সে যেন সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে, সেরকম একটি পরিবেশ তৈরি করে দেওয়া। আমরা আমাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য সম্পদের পাহাড় বানাতে এত ব্যস্ত হয়ে পড়ি যে ভুলেই যাই একটি বিষাক্ত পরিবেশ তাকে কখনও সুস্থভাবে বেড়ে উঠতে দিবে না। অবাধে বৃক্ষনিধব সহ পরিবেশের অন্যান্য উপাদানগুলি এমনভাবে ধ্বংস করা হচ্ছে যে , এভাবে চলতে থাকলে আজকে যে সন্তানটি জন্মগ্রহণ করলো সে নিজে সন্তান উৎপাদনে ব্যর্থ হবে অথবা সে প্রতিবন্ধী সন্তানের জন্ম দিবে। এগুলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, যে কেউ এর শিকার হতে পারে।তাই ভবিষ্যত প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপনের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের কোন বিকল্প নেই।